রাসূল (সাঃ) বলেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’
[ তিরমিজি ]
ব্যবসা এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার পণ্য দিয়ে আরেকজনের চাহিদা মিটিয়ে থাকেন। অন্যভাবে বলতে গেলে এটা এক ধরণের সেবার অন্তর্ভুক্ত।
এই ব্যবসার মাধ্যমে বহু মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। আর সেই ব্যবসা যদি আপনি ইসলামের নির্দেশনা অনুযায়ী সততা ও আমানতদারির সঙ্গে করেন এবং তা মানুষের জন্যে কল্যাণকামী হয় তাহলে সেই ব্যবসা সন্দেহাতীতভাবে ইবাদতে পরিণত হবে, ইনশাআল্লাহ। তার তখন আপনার এই ব্যবসাতে অনেক বেশি বারাকাহ দিবেন মহান রাব্বুল আলামীন, ইনশাআল্লাহ।
তবে এই বারাকাহ পেতে হালাল পণ্যের পাশাপাশি অবশ্যই আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু নীতি অবলম্বন করা উচিত। কি কি থাকা উচিত ব্যবসাতে?
-সততা ও আমানতদারিতা থাকা উচিত।
-হারাম ও নিষিদ্ধ পণ্যের কারবার বর্জন করা উচিত।
-মিথ্যা শপথ করে পণ্য বিক্রি না করা উচিত।
-পণ্যের ত্রুটি থাকলে তা প্রকাশ করে বিক্রি করা উচিত।
-ভেজাল মিশিয়ে বা প্রতারণা করে বিক্রি না করা উচিত।
-সঠিক পরিমাপ নিশ্চিত করা উচিত।
-অতিরিক্ত লাভের আশায় মজুদদারি ও কৃত্রিম সংকট তৈরি না করা উচিত।
-স্বত্ব বা হস্তগত হওয়ায় আগে বিক্রি না করা উচিত।
-অনিশ্চিত কিছু বিক্রি না করা উচিত।
ম্যাগ বাংলাদেশে ৪৩ বছর ধরে ব্যবসা করে আসছে। আমরা সবসময় ক্রেতাদের কি করে বেস্ট প্রোডাক্ট দেওয়া যায় সেই চেষ্টাই করি।
আমরা সবসময় এই উপরের নীতিগুলো অবলম্বন করি। সেই জন্যে এখনও আমরা আপনাদের আস্থা ধরে রাখতে পেরেছি এবং ভবিষ্যতেও পারবো, ইনশাআল্লাহ।