দেশের প্রথম মেলিভেরা প্রজাতির মৌমাছি তথা বর্তমান আধুনিক পদ্ধতিতে মৌচাষের বালাদেশে প্রথম যাত্রা শুরু হয় তার হাতে ধরে । দেশে প্রচুর মৌচাষি তার হাতে দিক্ষিত হয়েছেন এবং সফলভাবে ব্যাবসা করছেন ।
1978 সালে শুরুতে তার ব্যাবসার নাম ছিল “শেফা মধু” পরবর্তীতে ২০১৯ সালে তার সন্তান ব্যাবসার দায়িত্ব নিলে, তার দীর্ঘদিনের সততাকে স্বরণীয় করে রাখার জন্য তারই নামানুসারে প্রতিষ্ঠানের নাম পরিবর্তণ করে “Maag“ করা হয়। যার সম্পূর্ণ অর্থ M – Muhammad, A – Ayub, A – Ali, G – Gazi. Muhammad Ayub Ali Gazi ( Maag). বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।